Sourav-Ranbir Meet: ছবির প্রচারে শহরে রণবীর, ইডেনে সাক্ষাৎ সৌরভের সঙ্গে

Continues below advertisement

নতুন ছবি ‘তু ঝুটি ম্যাঁয় মক্কার’-এর প্রচারে কলকাতায় ঝটিকা সফরে এসেছেন রণবীর কাপুর। বিকেল ৪টেয় ইডেনে প্রবেশ করেন রণবীর, তাঁর অনেক আগে থেকেই সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মুখোমুখি হন সৌরভ ও রণবীর, দুজনের মধ্যে একটি প্রীতি ম্য়াচ হয়। খেলা শেষে রণবীরের জার্সিতে সই করে দিলেন সৌরভ। তবে কি সৌরভের বায়োপিকে দেখা যাবে রণবীরকে? কোনও প্রস্তাব পাইনি, প্রতিক্রিয়া রণবীর কপূরের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram