Sourav-Ranbir Meet: ছবির প্রচারে শহরে রণবীর, ইডেনে সাক্ষাৎ সৌরভের সঙ্গে
Continues below advertisement
নতুন ছবি ‘তু ঝুটি ম্যাঁয় মক্কার’-এর প্রচারে কলকাতায় ঝটিকা সফরে এসেছেন রণবীর কাপুর। বিকেল ৪টেয় ইডেনে প্রবেশ করেন রণবীর, তাঁর অনেক আগে থেকেই সেখানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মুখোমুখি হন সৌরভ ও রণবীর, দুজনের মধ্যে একটি প্রীতি ম্য়াচ হয়। খেলা শেষে রণবীরের জার্সিতে সই করে দিলেন সৌরভ। তবে কি সৌরভের বায়োপিকে দেখা যাবে রণবীরকে? কোনও প্রস্তাব পাইনি, প্রতিক্রিয়া রণবীর কপূরের।
Continues below advertisement