Rare Operation : জীবন-মৃত্যুর সঙ্কটের মধ্যে টিউমার-সহ চোখ বাদ গেল ক্যানসার আক্রান্ত একরত্তি শিশুর, প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যালের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি
Continues below advertisement
চোখের টিউমার দখল করে নিয়েছিল মুখের একটা বড় অংশ। জীবন-মৃত্যুর সঙ্কটের মধ্যে টিউমার-সহ চোখ বাদ গেল ক্যানসার আক্রান্ত একরত্তি শিশুর। প্রাণ বাঁচাল কলকাতা মেডিক্যালের রিজিওনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি। পুরুলিয়ার কেন্দার বাসিন্দা শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
Continues below advertisement