Rath Yatra at Tarapith: তারাপীঠে রথের দিন গর্ভগৃহের বাইরে আসেন তারা মা, দেওয়া হয় জিলিপি ভোগ
Continues below advertisement
তারাপীঠে, তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় শুধুমাত্র রথের দিনই। তারপর রথে বিগ্রহকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। গত দু’বছর কোভিডের কারণে এই রীতি পালন করা যায়নি। আজ দুপুরে ঘটা করেই পালন করা হচ্ছে এই রীতি। প্রথমে রাজবেশে ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। তারপর জিলিপির ভোগ নিবেদন করা হয়। সেইসঙ্গে দেওয়া হয় পাঁচরকম মিষ্টি ও পাঁচরকম ফলের ভোগ। রথের ওপর প্রতিমাকে বসিয়ে করা হয় আরতি।
বছরে এই একবারই, রথের দিন তারামায়ের বিগ্রহকে আনা হয় গর্ভগৃহের বাইরে। আজ সকাল থেকেই মন্দির চত্বরে ভক্ত সমাগম হয়েছে।
Continues below advertisement
Tags :
Jagannath Rath Yatra Puri Rath Yatra Jagannath Rath Yatra 2022 Rath Yatra 2022 Rath Yatra 2022 Significance Jagannath Rath Yatra Rituals Rath Yatra 2022 Schedule Jagannath Rath Yatra Booking Jagannath Rath Yatra History Rath Yatra Tarapith Tarapith Puja