Ratha Yatra 2024: শিবমন্দির পুজো কমিটির উদ্যোগে পালিত রথযাত্রা, উপস্থিত বহু বিশিষ্ট ব্যক্তি। ABP Ananda Live
Continues below advertisement
প্রতিবারের মতো এবারও শিবমন্দির পুজো কমিটির উদ্যোগে পালিত হল রথযাত্রা। সাধারণ মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। রথের রশিতে পড়ল টান। রথে চড়লেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। প্রতিবারের মতো এবারও শিবমন্দির পুজো কমিটির উদ্যোগে পালিত হল রথযাত্রা। এবারে এই রথাযাত্রার অষ্টমতম বর্ষ। এলাকার মানুষের সঙ্গে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি। উপস্থিত ছিলেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। রথযাত্রা উপলক্ষ্যে শিবমন্দির চত্বরে আগামী সপ্তাহান্তে তিনদিনের জন্য বসবে মেলা।
৫৩ বছর পর ফের বিরল ঘটনা। দু'দিন ধরে পালিত হচ্ছে পুরীর (Puri Ratha Yatra) রথযাত্রা। রবিবার নবযৌবন বেশ ও নেত্র উৎসবের পর রথের রশিতে পড়ল টান। আজ ফের জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজের যাত্রা।
Continues below advertisement