100 Days Work: ১০০ দিনের কাজে দুর্নীতি, আর্থিক নয়ছয় হয়েছে স্বীকার করলেন রথীন্দ্র দে। ABP Ananda Live
West Bengal News: ১০০ দিনের কাজে (100 Days Work) দুর্নীতি, আর্থিক নয়ছয় হয়েছে স্বীকার করে নিলেন পঞ্চায়েতের প্রাক্তন আধিকারিক রথীন্দ্র দে। '১০০ দিনের কাজে ভুয়ো অ্য়াকাউন্ট খুলে যে আর্থিক দুর্নীতি হয়েছে সেকথা আগেই জানিয়ে ছিলেন রথীন্দ্র দে'। বিস্ফোরক দাবি রথীন্দ্র দে-র আইনজীবীর। আজ সিজিও কমপ্লেক্সে ঢোকার আগে এই দাবি করেন তিনি। ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ ইডি-র তল্লাশির পর আজ জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু। পঞ্চায়েতের প্রাক্তন আধিকারিক রথীন্দ্র দে এবং তার বোন ইতি চট্টোপাধ্যায়কে তলব ইডি-র। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রথীন্দ্র দে এবং ইতি চট্টোপাধ্যায় । সিজিও কমপ্লেক্সে ঢোকার মুখেই বিস্ফোরক দাবি করেন রথীন্দ্র দে-র আইনজীবী। দুর্নীতি সংক্রান্ত নথি জমা দেওয়ার পাশাপাশি কারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই তথ্যও ইডি-কে দেওয়া হবে বলে জানান তিনি। ABP Ananda Live