Ration Scam: রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার ইডির নজরে ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে এবার ৩৬ টি অ্যাক্যাউন্টের খোঁজে ব্যাঙ্কগুলিকে চিঠি দিল ED। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, চাওয়া হয়েছে স্টেটমেন্ট-সহ একাধিক নথি। রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে সম্প্রতি দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তাঁর দাদা জ্যোতিপ্রিয় মল্লিক-ঘনিষ্ঠ আলিফ নুরকে গ্রেফতার করেছে ED. এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, ৪টি চালকল সামনে রেখে, ৪৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতা আনিসুর ও তাঁর দাদা আলিফ। অভিযোগ, এই বিপুল টাকার মধ্য়ে, প্রায় সাড়ে ৬ কোটি তাঁদের নিজেদের অ্য়াকাউন্টে ঢুকেছে। দুই ভাইয়ের চালকলের বিভিন্ন কর্মীর অ্য়াকাউন্টে ঢুকেছে ১৬ কোটি টাকা। ED সূত্রে দাবি, ধৃত আনিসুর ও আলিফকে জেরা করে এরকম ৩৬ জন কর্মীর নাম মিলেছে। সূত্রের খবর, ওই ৩৬ জন কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জানতে চেয়ে, ৩৬ জায়গায় ব্যাঙ্কে চিঠি দিয়েছে ED. রেশন মামলার তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে তলব করা হলেও, তিনি ED-র দফতরে হাজিরা দেননি। সূত্রের খবর, বাবাকে যেন আরও সময় দেওয়া হয়, CGO-তে গিয়ে সেই আর্জি জানিয়েছিলেন বারিক বিশ্বাসের ছেলে। কিন্তু, সেই আর্জি খারিজ করে দিয়েছে ED. কেন্দ্রীয় এজেন্সি সাফ জানিয়ে দিয়েছে, দ্রুত তাঁদের সামনে হাজির হতে হবে বারিক বিশ্বাসকে।