Ration Scam: জ্যোতিপ্রিয়কে প্রতিমাসে ১০লক্ষ টাকা করে সুদ দিতেন দেগঙ্গার ব্য়বসায়ী আলিফ নুর, দাবি ইডির

Continues below advertisement

ABP Ananda LIVE: জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতিমাসে ১০ লক্ষ টাকা করে সুদ দিতেন দেগঙ্গার ব্য়বসায়ী আলিফ নুর। শুধু তাই নয়, জ্য়োতিপ্রিয়র চিঠিতেও তাঁর নাম উল্লেখ ছিল বলে ED সূত্রে দাবি। প্রাক্তন খাদ্য়মন্ত্রীর CA-র বাড়িতে তল্লাশি চলাকালীন কম্পিউটারেও একটি ফোল্ডারের হদিশ মেলে। যেখানে লুকিয়ে ছিল দুর্নীতির তথ্য়-ভাণ্ডার, আদালতে চাঞ্চল্য়কর দাবি করল কেন্দ্রীয় এজেন্সি।

রাজ্যের বেশ কয়েকটি নাট্যদলের অনুদান বন্ধ করল কেন্দ্র। বিভিন্ন নাট্যদলের পরিচালক ও সদস্যদের 'গুরু-শিষ্য পরম্পরা' নামে অনুদান দেয় কেন্দ্র। বিভিন্ন কারণের কথা বলে অনুদান বন্ধ করল সংস্কৃতি মন্ত্রক। তালিকায় রয়েছে মেঘনাদ ভট্টাচার্য, দেবেশ চট্টোপাধ্য়ায়, পৌলমী চট্টোপাধ্যায়ের নাট্যদল। অনুদান বন্ধের পিছনে রাজনীতি, অভিযোগ নাট্যব্যক্তিত্বদের একাংশের। অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির। 'ভুল বার্তা ছড়ানোর চেষ্টা হচ্ছে, এতে কোনও রাজনীতি নেই'। 'রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাস চক্রবর্তীদের অনুদান বন্ধ হয়নি, তাঁরা তো বামপন্থী'। অনুদান বন্ধ নিয়ে মন্তব্য রুদ্রনীল ঘোষের।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram