Ration Scam: ধান বিক্রির নামে বাকিবুরের ২ স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা, দাবি ইডির | ABP Ananda LIVE
Ration Scam: ধান বিক্রির নামে বাকিবুরের (Bakibur Rahaman) ২ স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা! চার্জশিটে বিস্ফোরক দাবি ই়ডির। বাকিবুরের ২ স্ত্রী ও শ্যালকের বয়ানই হাতিয়ার ইডির। 'ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে' । 'অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে ৪ কোটি টাকারও বেশি'।'৪ কোটি টাকা কি ধান বিক্রির? জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি বাকিবুরের স্ত্রী'। সবটাই বাকিবুর জানতেন বলে বয়ান অনামিকার, দাবি ইডির। 'বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসেরও দাবি, তাঁর কোনও চাষের জমি নেই'। 'যে অ্যাকাউন্টে টাকা ঢুকত, তা বাকিবুরের নিয়ন্ত্রণে ছিল'। শ্যালক ও স্ত্রীর বয়ানকে হাতিয়ার করেই বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ইডির (ED)। ABP Ananda LIVE