Ration Scam: SSKM হাসপাতালে পাঠানোর আবদার রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের
Continues below advertisement
Jyotipriya Mallick: জেলের চিকিৎসক সুস্থ বলে জানালেও, তাঁকে SSKM হাসপাতালে পাঠানোর আবদার জানিয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, জেল কর্তৃপক্ষকে জ্যোতিপ্রিয় বলেন, আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্য সরকারের আওতায়, এই লক আপে থাকব না। জেলবন্দি মন্ত্রীর দাবি, তাঁর শরীরের বাঁ দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাচ্ছে। তাঁকে SSKM-এ নিয়ে যাওয়া হোক। জেল সূত্রে খবর, এর আগে জেল হাসপাতালের চিকিৎসকরা জানান, মন্ত্রী সুস্থই আছেন। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে রয়েছেন জ্যোতিপ্রিয়। পয়লা বাইশে তাঁর পড়শি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহারা।
Continues below advertisement