Rituparna Sengupta: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব ED-র
ABP Ananda LIVE: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আজ ফের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে ED। CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় ভোটের ফল প্রকাশের পরের দিন, ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। কিন্তু, বিদেশে থাকায় সময় চান অভিনেত্রী। সব রকমের উত্তর দিতে আমরা প্রস্তুত, এর আগে জানান ঋতুপর্ণা। ED সূত্রে দাবি, রেশন দুর্নীতি মামলার তদন্তে অভিযুক্তদের অ্য়াকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে সামনে আসে ঋতুপর্ণা সেনগুপ্তর নাম। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তাঁর অ্যাকাউন্টে গিয়েছিল? জানতে চা কেন্দ্রীয় এজেন্সি।
রাজভবনের সামনে অবস্থানে বসতে চেয়ে আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। ভোট-পরবর্তী সন্ত্রাসে আক্রান্তদের নিয়ে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। 'ওখানেই কেন অবস্থানে বসতে হবে? শাসকদল বসেছিল বলে?' প্রশ্ন বিচারপতি অমৃতা সিন্হার। বিকল্প জায়গার সন্ধান নিয়ে আসুন, ভেবে দেখছি, মন্তব্য বিচারপতির। '১৩ জুন করা আবেদন পুলিশ খারিজ করে দেয়।' 'শর্তসাপেক্ষে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার প্রস্তাব দেয় পুলিশ'। 'প্রশাসনিক কারণ দেখিয়ে বিকল্প ধর্নাস্থল ঠিক করতে বলা হয়'। এক্স হ্যান্ডলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলের রাজভবনের সামনে ধর্নার প্রসঙ্গ টেনে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ।