Shantanu Banerjee Wife : প্রোমোটিংয়ের কারবারে জড়িত ধৃত শান্তনু বন্দোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কা।
হাওড়া ও চন্দননগরে প্রোমোটিংয়ের কারবারে জড়িত ধৃত শান্তনু বন্দোপাধ্যায়ের (Shantanu Banerjee) স্ত্রী প্রিয়ঙ্কা। তৈরি হচ্ছে মার্কেট কমপ্লেক্স, আবাসন। স্থানীয় সূত্রে দাবি, সেখানেও পরোক্ষভাবে বিনিয়োগ করেছেন, বহিষ্কৃত তৃণমূল নেতা। সূত্রের খবর, ওই সমস্ত প্রোমোটিং কারবার (Promoting Business) সম্পর্কেও তথ্য সংগ্রহ করেছে ED।
Tags :
Promoting ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews Scam Shantanubanerjee