
Recruitment Scam:নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করাতে পারল না ED।আইনজীবীর তুমুল বিরোধিতা
ABP Ananda Live: নিয়োগ দুর্নীতি মামলায় এক সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করাতে পারল না ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তুমুল বিরোধিতা। সাক্ষ্যগ্রহণের অনুমতি দিল না বিচার ভবনের ইডি স্পেশাল কোর্ট। মৃণ্ময় মালাকার নামে একজনের সাক্ষ্যগ্রহণ করাতে চেয়েছিল ইডি। চার্জশিটে নাম থাকা ২টি অভিযুক্ত কোম্পানির ডিরেক্টর মৃণ্ময় মালাকার। 'যে কোম্পানি অভিযুক্ত, তার ডিরেক্টরের কীভাবে সাক্ষ্যগ্রহণ?' প্রশ্ন তুলে বিরোধিতা প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর। সাক্ষ্যগ্রহণের অনুমতি দিল না আদালত।
বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের । আগামীকাল দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচি শুভেন্দু অধিকারীর । এক হাজার কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি আদালতের । কর্মসুচিতে ২৫ টি মাইক ব্যবহারের অনুমতি আদালতের । হাসপাতাল এলাকা বাদ দিয়ে ৫০০ মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে, নির্দেশ আদালতের ।'রাজ্যের হাতে প্রচুর দক্ষ পুলিশ আছে' । রাজ্য নিজেই বলেছে যে শেষ কর্মসূচিতে ৪৫০ জন পুলিশকর্মী মোতায়েন ছিলেন'
নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের
'সাংসদ তহবিলের টাকায় হাসপাতাল তৈরির ঘোষণা করেও কেন রামমন্দির?' নন্দীগ্রামে শুভেন্দুর রামমন্দির তৈরির ঘোষণা নিয়ে প্রশ্ন কুণালের