Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মামলায় দুই বিচারপতির ভিন্নমত
ABP Ananda Live: নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মামলায় দুই বিচারপতির ভিন্নমত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ভিন্নমত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। পার্থ, সুবীরেশ, অশোক, কল্যাণময়, শান্তিপ্রসাদের জামিনের আবেদন খারিজ বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে, গঠিত হবে তৃতীয় বেঞ্চ। সেখানেই নির্ধারিত হবে পার্থ, সুবীরেশদের ভাগ্য। অন্যদিকে চন্দন মণ্ডল, কৌশিক ঘোষ, সুব্রত সামন্ত-সহ ৫ জনকে জামিন দিল আদালত।
আরও খবর, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে সাংবাদিকতা বিভাগে নম্বর বিভ্রাটের অভিযোগ। স্নাতোকোত্তরে দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষায় নম্বর গরমিলের অভিযোগ ৫০ জন পড়ুয়ার। খাতা না দেখেই নম্বর দেওয়ার অভিযোগ। সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকের ইস্তফার দাবি পড়ুয়াদের একাংশের। শুক্রবারের মধ্যে সমস্যার সমাধান হবে, ফের প্রকাশিত হবে রেজাল্ট, জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।