Recruitment Scam: এই প্রথম পাওয়া গেল আসল ওএমআর শিট, নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীরে?

Continues below advertisement

সল্টলেকের অফিসে টানা ৩৭ ঘণ্টা তল্লাশির পর, ইডি-র হাতে গ্রেফতার শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীল। শনিবার হুগলির চুঁচুড়ায় গিয়ে প্রথম অয়নের ফ্ল্যাটের সন্ধান মেলে। সেখানেই সস্ত্রীক থাকতেন অয়ন। জিজ্ঞাসাবাদ করে ইডি জানতে পারে, সল্টলেকের FD ব্লকের ৩৮৮ নম্বর বাড়ির একতলায় অয়নের অফিস রয়েছে। ওইদিনই সিজিও কমপ্লেক্স থেকে ইডি-র একটি দল ওই অফিসে হানা দেয়। শনিবার দুপুর সাড়ে ৩টে থেকে তল্লাশি শুরু হয়। রাতেই অয়নকে নিয়ে আসা হয় সল্টলেকের অফিসে। ইডি-র তল্লাশি অভিযান শেষ হয় রবিবার রাত ৩টে ৪০-এ। অয়নকে গ্রেফতার করে আনা হয় সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে। মেডিক্যাল পরীক্ষার পর আজই তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram