Primary Recruitment: ১৯৮৩ সালে মামলা, প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র মিলল ২০২৪-এ!
West Bengal News: মৃতকেও প্রাথমিকে নিয়োগপত্র (Primary Recruitment), অবসরের পরে মিলল চাকরি! মৃত্যুর পরে ৪জনের নামে প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র! ষাটোর্ধ্ব ৬২জন পেলেন প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র! কারও বয়স ৭১, মিলল স্কুলে চাকরির নিয়োগপত্র! শিক্ষায় নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিক সংসদের নিয়োগপত্র নিয়ে তোলপাড়! প্রশিক্ষণের পরেও চাকরি না পাওয়ায় ১৯৮৩ সালে মামলা। প্রাথমিক স্কুলে চাকরির নিয়োগপত্র মিলল ২০২৪-এ! হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নিয়োগপত্র নিয়ে তোলপাড়। নিয়োগপত্র পেয়ে অনেকে খোঁজ নিলেন স্কুলে, কেউ গেলেন সার্কেল অফিসে। যা বলার পরে বলব, প্রতিক্রিয়া হুগলি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সনের। আদালতের রায় কার্যকর করা হয়েছে, দাবি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের। ২০ ডিসেম্বর, ২০২৩: মামলাকারীদের চাকরি দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট'। সেই মতো নিয়োগপত্র, ২০১৪-র ৮ অগাস্ট থেকে কার্যকর: প্রাথমিক শিক্ষা সংসদ সূত্র। এটাই রাজ্যের শিক্ষা দফতরের হাল, মৃতকেও নিয়োগপত্র নিয়ে কটাক্ষ বিরোধীদের। ABP Ananda Live