Recruitment Scam: এবার ১৪-এর টেটেও 'যোগ্য-অযোগ্য' প্রশ্ন হাইকোর্টের। ABP Ananda Live
'১৬-র এসএসসি-র পর এবার ১৪-এর টেটেও (Primary TET 2014) 'যোগ্য-অযোগ্য' প্রশ্ন হাইকোর্টের (High Court)। ২০১৪-র টেটের যোগ্য-অযোগ্যদের আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ?', প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার। '২০১৪-র টেটে ব্যাপক অনিয়ম, দেখা যাচ্ছে সিবিআইয়ের প্রাথমিক রিপোর্টে। যোগ্য-অযোগ্যদের আলাদা আলাদা তালিকা কোর্টে পেশ করতে পারবে পর্ষদ? পর্ষদ যোগ্য-অযোগ্যদের আলাদা করতে না পারলে ২০১৪-র টেট গ্রহণের প্রক্রিয়া কীভাবে বৈধ থাকতে পারে? প্রাথমিক শিক্ষা পর্ষদ কি নিয়োগ বিধি অনুযায়ী গাইডলাইন তৈরি করেছিল? টেন্ডার না ডেকে কেন এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে ২০১৪-র টেটের বরাত দেওয়া হয়েছিল? মানিক ভট্টাচার্য ও এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে চক্রান্তের অভিযোগ সিবিআইয়ের। সিবিআইয়ের এই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কী বক্তব্য?', প্রশ্ন বিচারপতি রাজাশেখর মান্থার।