Jiban Krishna Saha: ৪ দিনই জেরায় অসহযোগিতা করেছেন ধৃত তৃণমূল বিধায়ক, দাবি ইডির | ABP Ananda live
ABP Ananda live: 'তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অত্যন্ত প্রভাবশালী। জেরায় কোনও সহযোগিতাই করছেন না ধৃত তৃণমূল বিধায়ক। ২৬ অগাস্ট থেকে ২৯ অগস্ট, ৪দিন জেরা করা হয়েছে জীনকৃষ্ণকে'। ৪ দিনই জেরায় অসহযোগিতা করেছেন ধৃত তৃণমূল বিধায়ক, দাবি ইডির।
SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !
যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'