Recruitment Scam: চাকরির প্রতিশ্রুতিতে ৭৫ জনের থেকে টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ, ভাইরাল ভিডিয়ো

ABP Ananda LIVE: জীবনকৃষ্ণ সাহার আরও কীর্তি ফাঁস, ৭৫ জনের কাছে চাকরি বিক্রি!  ৭৫ জনের কাছ থেকে চাকরি বিক্রির টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ, আদালতে দাবি ইডির । টাকা নিয়েছিলেন জীবনকৃষ্ণ এমন ৭৫ জন চিহ্নিত, দাবি ইডির । আদালতে জমা দেওয়া নথিতে উল্লেখ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । এই সংখ্যা আরও বাড়তে পারে, অনুমান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের । কখনও নগদে, কখনও টাকা জমা পড়েছে অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে' । টাকা জমা পড়েছে জীবনকৃষ্ণ সাহা ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টে' । টাকার উৎস সম্পর্কে সদুত্তর দিতে পারেননি জীবনকৃষ্ণ, দাবি ED সূত্রে

 

 

SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !

যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola