Scam : শিক্ষা-দুর্নীতি তদন্তে ভাইয়ের চাকরি যাওয়ায় SSCকে একহাত রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর

Continues below advertisement

শিক্ষা-দুর্নীতি তদন্তে ভাইয়ের চাকরি যাওয়ায় স্কুল সার্ভিস কমিশনকে (School Service Commission) একহাত নিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। মন্ত্রীর দাবি, তাঁর ভাই খোকন মাহাতো পরীক্ষায় ১২ পেতে পারেন না। SSC-র ঠিক-ভুল যাচাইয়ে ত্রুটি-বিচ্যুতি রয়েছে। তাঁর ভাই কম নম্বর পেলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে জানান শ্রীকান্ত মাহাতো। এদিন মেদিনীপুরে জেলা তৃণমূলের পার্টি অফিসে বসে কার্যত SSC-কেই চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের মন্ত্রী। শালবনির তিনবারের তৃণমূল বিধায়কের ভাই খোকন ঝাড়গ্রামের বৈতা শ্রী গোপাল হাইস্কুলের গ্রুপ সি কর্মী ছিলেন। SSC-র চাকরি-বাতিলের তালিকায় ২৮৩ নম্বরে নাম রয়েছে মন্ত্রীর ভাইয়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram