Jiban Krishna Saha: নিয়োগ দুর্নীতিতে জেলে জীবন, অ্যাকাউন্টে 'দুর্নীতির কোটি টাকা'!

ABP Ananda Live: নিয়োগ দুর্নীতিতে জেলে জীবন, অ্যাকাউন্টে 'দুর্নীতির কোটি টাকা'! নিয়োগ দুর্নীতির সময়েই সস্ত্রীক বিধায়কের অ্যাকাউন্টে ১ কোটি ২০ লক্ষ! বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের একাধিক অ্যাকাউন্টে লেনদেনের হদিশ। ধাপে ধাপে তৃণমূল বিধায়ক ও তাঁর স্ত্রীর নামে অ্যাকাউন্টে লেনদেন। ধাপে ধাপে ১ কোটি ২০ লক্ষ টাকা অ্যাকাউন্টে, উৎস কী? জেরার মুখে কিছু না জানার দাবি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার: ED সূত্র। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেরায় অসহযোগিতার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির । জেরায় অসহযোগিতা, তাহলে কেন ফের হেফাজতে না চেয়ে জেল চাইল ED?  অন্যান্য দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, কোর্টে সওয়াল ED-র: সূত্র

 

 

SSC-র দাগি চাকরিহারাদের তালিকায় বারাসাতের তৃণমূল নেতার ছেলে !

যে তালিকাটা গতকাল SSC আপলোড করেছে, সেই তালিকা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন রয়েই গিয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে প্যানেলটাকে বাদ দিয়েছিল, যে তথ্যের ভিত্তিতে, সেই তথ্যে কিন্তু আমাদের নাম ছিল না। এখনও পর্যন্ত OMR-এ মান্যতা পায়নি। যে হার্ডডিস্ককে কেন্দ্র করে এত কিছু ঘটছে, সেই হার্ডডিস্কের কিন্তু এখনও অথেন্টিসিটি সুপ্রিম কোর্টে প্রমাণ হয়নি। অতয়েব এই তালিকাকে আমরা মানছি না। এই তালিকাকে আমরা চ্যালেঞ্জ করছি। আমাদের আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। শীঘ্রই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি। সিস্টেম মেনে যেভাবে পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষা দিয়েছিলাম, SSC তালিকা প্রকাশ করেছিল, ইন্টারভিউ-কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিলাম, রিকোমেন্ডডেশন লেটার দিয়েছিল, অ্যাপোয়েন্টমেন্ট লেটার দিয়েছিল, তারপর স্কুলে জয়েন করেছিলাম।'

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola