Jalpaiguri: সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জের, তিস্তায় আজও জারি লাল সতর্কতা
Continues below advertisement
সিকিম ও ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টির জের। তিস্তায় আজও জারি লাল সতর্কতা। জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ায় বেড়েছে নদীর জলস্তর। তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। তিস্তার সংরক্ষিত এলাকায় শহরাঞ্চলে দোমোহনি থেকে বাংলাদেশ পর্যন্ত হলুদ সতর্কতা জারি রয়েছে। একইভাবে ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে ডুয়ার্সের জলঢাকা নদীতে জলস্তর বাড়ায় সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে সেচ দফতর।অন্যদিকে, জল বাড়ায় গতকাল তিস্তা পাড়ে বেশ কিছু অংশে ফাটল দেখা যায়। দ্রুত মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Red Alert Teesta এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ