Uttarakhand: উত্তরকাশীতে বারবার বাধার মুখে উদ্ধারকাজ, ১৪ দিন ধরে সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: উত্তরকাশীতে বারবার বাধার মুখে উদ্ধারকাজ। ১৪ দিন ধরে নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে ৪১ জন শ্রমিক। পাথর কাটার বিদেশি ‘অগার’ মেশিন বিকল হয়ে যাওয়ায়, সেটিকে পাইপ লাইন থেকে বের করে এনে, এবার শাবল-গাঁইতি দিয়েই পাথর ভাঙার কাজ শুরু করতে চলেছে উদ্ধারকারী দল। গতকাল রাতে লোহা আর ইস্পাতের স্তূপে ধাক্কা লেগে ভেঙে যায় বিদেশি ‘অগার’ মেশিনের । পিন। ফলে বন্ধ হয়ে যায় পাথর কাটার কাজ। এরপরই বাকি টানেলের ৬-৯ মিটার অংশে শাবল-গাঁইতি দিয়ে পাথর ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুড়ঙ্গে আটক ৪১ জনকে কতক্ষণে উদ্ধার করা সম্ভব হবে, সেই দিনক্ষণ বা সময়, পুরোটাই অনিশ্চয়তার অন্ধকারে।
Continues below advertisement
Tags :
Uttarakhand Uttarakhand News Live Uttarkashi Tunnel Collapse Highlights Uttarkashi Breaking News