Hemant Soren: আর্থিক দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন, আজ পেশ করা হবে ED-র আদালতে
Continues below advertisement
ABP Ananda LIVE: প্রতিরক্ষা মন্ত্রকের জমি কেনাবেচা সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের পদত্যাগী মুখ্যমন্ত্রীকে আজ সকাল ১০টা নাগাদ পেশ করা হবে ED-র আদালতে। ED-র আধিকারিকদের বিরুদ্ধে তফসিলি জাতি, জনজাতি আইনে পাল্টা মামলা দায়ের করেছেন হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড হাইকোর্টে সকাল সাড়ে ১০টা নাগাদ সেই মামলাটিরও শুনানি রয়েছে। অন্যদিকে, হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদে আজ ঝাড়খণ্ডে বন্ধের ডাক দিয়েছে আদিবাসী সংগঠন। অশান্তির চেষ্টা হলেই গ্রেফতার, জানিয়েছে পুলিশ।
২০১৯-এর জমি দুর্নীতি মামলায় গতকাল হেমন্ত সোরেনকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গ্রেফতার করে ED। তার আগেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন হেমন্ত। রাতে ED হেফাজতে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁর স্ত্রী ও ছেলে।
Continues below advertisement