Mahalaya 2024: আজ মহালয়া, আর জি কর-কাণ্ডের আবহে তর্পণেও মিশে গেল প্রতিবাদ। ABP Ananda Live

Continues below advertisement

আজ মহালয়া। পিতৃপুরুষকে তর্পণের দিন। আর জি কর-কাণ্ডের আবহে তর্পণেও মিশে গেল প্রতিবাদ।

বাগবাজারে সারদা মায়ের ঘাটে তর্পণ সারলেন শমীক ভট্টাচার্য। বিজেপি-সহ সমস্ত রাজনৈতিক দলের নিহত নেতা-কর্মীদের উদ্দেশে তর্পণ করেন বিজেপির রাজ্যসভার সাংসদ। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের উদ্দেশেও তর্পণ, জানিয়েছেন শমীক ভট্টাচার্য। 

মহালয়ার সকালে আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। নিমতলার ভূতনাথ ঘাটে চিকিৎসকদের তরফে গণতর্পণ। এ রাজ্যে শুধু নয়, ভিনরাজ্যেও তর্পণের মাধ্যমে প্রতিবাদ হচ্ছে, জানালেন এক জুনিয়র ডাক্তার। 

যাঁকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন, সেই পরাজিত তৃণমূল নেতার পাশে দাঁড়িয়েই এদিন দুর্গাপুর ব্যারাজের বিসর্জন ঘাটে তর্পণ করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই। একই ঘাটে তর্পণ সারলেন প্রাক্তন বিধায়ক ও জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল। বিজেপি বিধায়কের তর্পণের মন্ত্রে মিশে ছিল চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার ন্যায়বিচার। অন্যদিকে, সাবধানী তৃণমূল নেতা। তাঁর দাবি, কোনও একটি বিষয় নয়, দেবীপক্ষের সূচনায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই তর্পণ।

আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের উদ্দেশে তর্পণ করলেন বীরভূমের বিজেপি নেতারা। সিউড়ির তিলপাড়া ব্যারাজে তর্পণ সারলেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। 
বাঁকুড়া শহরে গন্ধেশ্বরী নদীর সতী ঘাটে তর্পণ সারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের নামে তর্পণের পাশাপাশি দাবি করলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram