RG Kar Case: সোশাল মিডিয়াতেও প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা? অভিযোগ তুলেছেন অভিনেত্রী মোক্ষ। ABP Ananda Live

Continues below advertisement

সোশাল মিডিয়াতেও প্রতিবাদের কণ্ঠরোধের চেষ্টা? এমনই অভিযোগ তুলেছেন অভিনেত্রী মোক্ষ। একটি ফেসবুক লাইভ করার পর, তাঁর অভিজ্ঞতা নিয়ে সরব হয়েছেন তিনি। কণ্ঠরোধের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে সমালোচনায় সরব হয়েছেন অনেকেই। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পক্ষে ও আর জি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে সোশাল মিডিয়ায় সরব অভিনেত্রী মোক্ষ। অভিনেত্রীর দাবি, সোমবার তিনি একটি ফেসবুক লাইভ করেন। অভিযোগ, সেই  লাইভের কিছুক্ষণ পরই ফেসবুক থেকে তা রেসট্রিক্টেড করে দেওয়া হয়। তাঁর দাবি, এই ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে ট্য়াগ করে, x হ্য়ান্ডেলে সাহায্য়ের অনুরোধ জানাতেই, পুনরায় সেই পোস্ট ফিরে আসে তাঁর ফিডে। 

অভিনেত্রী মোক্ষ বলেন, 'কালকে রাতে একটা লাইভ করেছিলাম। আমরা ডাক্তারদের পক্ষে। আমি এই নিয়ে লাইভ করেছি। কোন গালাগালি না দিয়ে বলেছি। কমিউনিটি গাইড লাইন মেনে করেছি। লাইভ শেষ হয়ে যাওয়ার পরে রেস্ট্রিকটেড করে দয়। রাষ্ট্রপতি এবং দেশের প্রধানমন্ত্রীকে ট্য়াগ করে x হ্য়ান্ডেলে সাহায্য়ের জন্য় অনুরোধ করি।' তাঁর দাবি তারপরই পুনরার পুনরায় সেই পোস্ট ফিরে আসে ফিডে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram