South 24 Parganas: জেলা জজকে বিচারকদের চিঠির পরই নড়ে বসল ডায়মন্ড হারবার পুলিশ। ABP Ananda Live
জেলা জজকে বিচারকদের চিঠির পরই নড়ে বসল ডায়মন্ড হারবার পুলিশ। 'গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারকে, নিরাপত্তা বাড়ানো হয়েছে বিচারকদের আবাসনের', জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুলিশের তরফে।
নিরাপত্তাহীনতায় খোদ বিচারকরাই! রায় পছন্দ না হওয়ায় বিচারকদের আবাসনে দুষ্কৃতী-আতঙ্ক! শিশুদের যৌন নিগ্রহের মামলার রায় পছন্দ না হওয়ায় হামলা বলে সন্দেহ বিচারকদের। এক পুলিশ অফিসারের বিরুদ্ধে দুষ্কৃতীদের মদত দেওয়ার অভিযোগ! 'বিদ্যুতের লাইন কাটতে আবাসনে জোর করে ঢোকার চেষ্টা দুষ্কৃতীদের, বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি', নিরাপত্তার দায়িত্বে থাকা ডায়মন্ড হারবার পুলিশের উপর ভরসা নেই বিচারকদের! দক্ষিণ ২৪ পরগনার জেলা জজকে চিঠি লিখে অভিযোগ ডায়মন্ড হারবার আদালতের বিচারকদের। পরিবার নিয়ে নিরাপদ বোধ করছেন না বিচারকরা। দুষ্কৃতীদের কাছে প্রাণঘাতী অস্ত্রও থাকতে পারে বলে আশঙ্কা। সেই চিঠি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে পাঠিয়েছেন জেলা জজ।