RG Kar Case: ‘জনতার মতামত, রাজপথে আদালত‘ স্বাস্থ্য শিবিরের সঙ্গেই নয়া কর্মসূচি জুনিয়র ডাক্তারদের। ABP Ananda Live
Continues below advertisement
আগামীকাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। তার আগে আজ সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসাচ্ছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচির নাম, ‘জনতার মতামত, রাজপথে আদালত‘। আজ জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ‘রাজপথের আদালত‘ খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখানে জনতার দরবারে কয়েকটি প্রশ্ন রাখা হয়েছে। সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এ ছাড়াও, আজ বিকেল ৫টায় রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত গেয়ে মানববন্ধনের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি, আজ মধ্যরাতে রাস্তায় বেরিয়ে পড়ারও আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
Continues below advertisement