RG Kar Case: ৬ ও ৮ অগাস্টের নির্দেশিকা নিয়ে একাধিক প্রশ্ন বিজেপির! কোনও যোগ আরজি কর কাণ্ডের সঙ্গে? ABP Ananda Live
ভাইরাল হওয়া স্বাস্থ্য দফতরের জোড়া নির্দেশিকা নিয়ে এবার প্রশ্ন তুলল বিজেপি। 'স্বাস্থ্য দফততরের ভাইরাল হওয়া ৮ অগাস্টের নির্দেশিকায়, স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য ৪-৫ জন চিকিৎসকের নাম, অথচ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে নেই ৮ অগাস্টের নির্দেশিকা। পরিবর্তে ওয়েবসাইটে রয়েছে ৬ অগাস্ট ইস্যু হওয়া নির্দেশিকা। সেই নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য রয়েছে ৩৪ জন ডাক্তারের নাম। অথচ সেই চিঠির কোনও মেমো নম্বরই নেই। ৮ অগাস্টের নির্দেশিকায় স্বাধীনতা দিবসের প্যারাডের জন্য ৩-৪ জন ডাক্তারের নাম ছিল। কিন্তু ৬ অগাস্টের নির্দেশিকায় রয়েছে ৩৪ জন চিকিৎসকের নাম। ৮ তারিখের নির্দেশনামায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ডাক্তারদের নাম প্যানেলে রাখা হয়। কিন্তু ৩৪ জনের তালিকায় রয়েছে জেলার বিভিন্ন মেডিক্যাল কলেজের ডাক্তারদের নাম। প্রথা অনুযায়ী রেড রোডের প্যারেডে যাওয়ার জন্য SSKM-এ ডাক্তারদের রিপোর্ট করতে বলা হয়। কিন্তু ৬ অগাস্টের নির্দেশনামায় আরজি কর মেডিক্যালে রিপোর্ট করতে বলা হয়েছে ডাক্তারদের। আশ্চর্যজনক ভাবে, ৯ অগাস্ট ভোর সাড়ে ৫টায় আর জি কর মেডিক্যালে ডাক্তারদের রিপোর্ট করতে বলা হয়। ৯ অগাস্টই আরজি কর মেডিক্যালে দেহ মেলে নিহত নির্যাতিতা চিকিৎসকের', কার স্বার্থে, কাদের বাঁচাতে ৬ অগাস্টের নির্দেশিকা, প্রশ্ন তুলল বিজেপি।