RG Kar Case: টালা থানার ওসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি CBI-র, 'FIR ১৪ ঘণ্টা দেরি, অথচ শেষকৃত্য়ে তাড়াহুড়ো..'

Continues below advertisement

RG Kar Case: টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে, একের পর এক বিস্ফোরক দাবি করল সিবিআই। জেনারেল ডায়েরিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য় দেওয়া থেকে শুরু করে খবর পেয়েও একঘণ্টা দেরিতে ঘটনাস্থলে পৌঁছনো, চিকিৎসক ধর্ষণ খুনের পর টালা থানার ওসিকে নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য দিল সিবিআই। 


আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুনের মামলায় ধৃত, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক সব অভিযোগ তুলল সিবিআই। দুর্নীতির পর ধর্ষণ-খুনের মামলায় শনিবার। সিবিআই গ্রেফতার করে আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে। পাশাপাশি গ্রেফতার করা হয় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। এই ওসি-কে হেফাজতে চেয়ে, রবিবার সিবিআই যে রিমান্ড লেটার আদালতে পেশ করে, সেখানেই তাঁর বিরুদ্ধে চাঞ্চল্য়কর সব অভিযোগ আনা হয়েছে।  ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram