CM Mamata Banerjee: হাসপাতালের উন্নয়ন, পরিকাঠামো, সব কাজ আমরা শুরু করে দিয়েছি : মমতা বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

RG Kar Protesters CM Meet: সোমবার কালীঘাটে মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। তার আগে অবধিও অবশ্য় রাজ্য় সরকার এবং জুনিয়র ডাক্তারদের সুর পরস্পরের সঙ্গে মেলেনি। মুখ্য়মন্ত্রী কখনও চিকিৎসকদের নিরাপত্তায় জোর দিয়েছেন, কখনও অরাজনৈতিক রোগীকল্য়াণ সমিতির ঘোষণা করেছেন। কিন্তু, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বারবার বুঝিয়ে দিয়েছেন, তাঁরা পাঁচ দফা দাবিতেই অনড়।

মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'আমি একটা কথা বলে যাই,  হাসপাতালের উন্নয়ন, পরিকাঠামো, সব কাজ আমরা শুরু করে দিয়েছি এবং করব।' আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, 'যেটা প্রাথমিক দাবি আমাদের, বিচার চাই। আর তার সঙ্গে হচ্ছে DME (স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা), DHS (স্বাস্থ্য অধিকর্তা), বিনীত গোয়েলের পদত্যাগ চাই চাই চাই।'তৃতীয়বারের চেষ্টায় অবশেষে বৈঠকে মুখোমুখি দু'পক্ষ।কিন্তু সরকার ও আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সুর শুরু থেকেই সম্পূর্ণ উল্টো ছিল! সোমবারও বৈঠকের আগে অবধি তা একই থেকেছে। জুনিয়র ডাক্তাররা যেখানে কলকাতার পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য়-প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পদত্য়াগের দাবিতে অনড়।  ABP Ananda LIVE

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram