RG Kar Case: মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা, 'মনে রাখবেন বোনের বিচার এখনও বাকি..'

Continues below advertisement


RG Kar Case: প্রথমে নবান্ন, তারপরে কালীঘাট। পরপর বৈঠক ভেস্তে যাওয়ার পর, অবশেষে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হল সরকারের। সেই কালীঘাটেই। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হল বৈঠক। ২ জন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্য়মন্ত্রী বলেন, 'স্বাস্থ্য় অধিকর্তা, স্বাস্থ্য়শিক্ষা অধিকর্তা, পুলিশ কমিশনার ও ডিসি নর্থকে সরানো হল।' আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক বলেন, 'মনে রাখবেন আমাদের বোনের বিচার এখনও বাকি আছে। আমরা লড়ছি, আরও লড়ব। ততদিন পর্যন্ত, যতদিন না বিচার আমরা পাই। আজকে সবে একটা উইকেট পড়েছে, সিপির ইস্তফা, আরও এখনও বাকি আছে আমাদের যুদ্ধ, স্বাস্থ্যসচিবেরও আমরা পদত্যাগ চাইছি। ওই পদত্যাগটাও আমরা ছিনিয়ে নেব।' 

অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবিতেই মান্য়তা দিল রাজ্য় সরকার। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য় অধিকর্তা দেবাশিস হালদার, স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও স্বাস্থ্য়সচিবের পদত্য়াগ দাবি করেছিলেন আন্দোলনকারীরা। ডিসি নর্থকেও সরানোর দাবিও জানান তাঁরা। পাঁচ ঘণ্টার ম্য়ারাথন বৈঠকের শেষে, পুলিশ কমিশনার স্বাস্থ্য় অধিকর্তা স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তা ও ডিসি নর্থকে সরানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। শুধুমাত্র, স্বপদে রইলেন স্বাস্থ্য়সচিব নারায়ণ স্বরূপ নিগম। ABP Ananda LIVE
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram