RG Kar Case :'আমরাই এই পথ দেখাতে পারলাম ভারতবর্ষকে..', RG কর কাণ্ডে প্রতিক্রিয়া চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের

Continues below advertisement

Doctor Diptendra Sarkar On RG Kar Case: রাতভর অবস্থান।২২ ঘণ্টার আন্দোলনের চাপে সরল ব্য়ারিকেড।জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদের চাপের কাছে মাথা নত করতে হল পুলিশকে। আর জি কর-কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্য়াগের দাবিতে। এক অন্য় 'রাত-জাগা' আন্দোলনের সাক্ষী হল কলকাতা। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে তাদের অবস্থানে সোমবার রাতেই উপস্থিত হয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। মঙ্গলবারও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের গর্জনের জয়কে সমর্থন করে পথে নামলেন সিনিয়র চিকিৎসকরা। 
 

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার বলেন,'আমরাই এই পথ দেখাতে পারলাম ভারতবর্ষকে। সেই কারণেই আমি ধন্য়বাদ জানাব যেটা আমরা পারিনি সেটা আপনারা করে দেখিয়েছেন। আমি আশা করব যেটা আন্দোলন এবং বিপ্লবের সন্ধিক্ষণে আছে এটা আগামী ৫ই সেপ্টেম্বর অথবা ১৫ই সেপ্টেম্বর বা ৫ই অক্টোবর বা একটা দুর্গাপুজো বা একটা দীপাবলিতে যেনও এই আন্দোলন মুখ থুবড়ে না পড়ে। এই আন্দোলন যেন সত্য়িকারের বিপ্লবের রাস্তা নেয়।' ABP Ananda LIVE:

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram