RG Kar Incident: কোথায় দাঁড়িয়ে আরজি কর তদন্ত? দিকে দিকে বিচার চেয়ে প্রতিবাদ। ABP Ananda Live
অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই শাস্তি, দাবি পরিচালকের।
চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাসের মাথায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। আগের দিন ফের রাত দখলের ডাক। শিলিগুড়িতে ভোর দখল।
আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ফের পথে ৩ প্রধান। বেলঘরিয়ায় মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডান সমর্থকদের প্রতিবাদ।
উদয়ন, পরেশ, অতীশ, লাভলির পর এবার চন্দ্রনাথ। রাত দখলের প্রতিবাদীদের হুঁশিয়ারি। 'রাত দখলের নামে বাম-বিজেপির পতাকা নিয়ে মত্তদের তাণ্ডব, গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ', তোপ মন্ত্রীর।
স্বাস্থ্য দফতরে থ্যেট কালচারের অভিযোগের মধ্যেই ভাইরাল আরও অডিও।
ঘরে-বাইরে প্রবল চাপের মুখে অবশেষে ২ বিতর্কিত চিকিৎসক অভীক-বিরুপাক্ষকে সাসপেন্ড করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
সিবিআই হেফাজতে থাকা সন্দীপকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শোকজ। ৩ দিনে জবাব তলব। ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত।
দুর্নীতির দায়ে ধৃত সন্দীপের আরও সম্পত্তির হদিশ। বাড়ি, বাংলোর পর বেলেঘাটাতেই খোঁজ মিলল জোড়া ফ্ল্যাটের। গ্যারাজে সরকারি বোর্ড লাগানো এসইউভি।
আরজি কর কাণ্ডে এবার হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে পুরুলিয়ার বিজেপি সাংসদের চিঠি। অপরাধীদের আড়ালের চেষ্টার অভিযোগে পদক্ষেপের দাবি।
আরএমও, সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের ফোন, আধার-সহ যাবতীয় তথ্য তলব। স্বাস্থ্য ভবনের নোটিস ঘিরে জল্পনা। রুটিন নোটিস, দাবি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার।