RG Kar Case: আরজি করের ঘটনায় সঞ্জয় রায় একাই জড়িত? বিস্ফোরক দাবি ইন্টার্ন চিকিৎসকের। ABP Ananda Live

Continues below advertisement

আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনে কি সঞ্জয় রায় একাই জড়িত? নাকি ছিলেন আরও কেউ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এবার এনিয়ে বিস্ফোরক দাবি করলেন আর জি কর মেডিক্য়ালের ইন্টার্ন চিকিৎসক সারিফ হাসান। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সারিফ সাফ জানিয়েছেন, তাঁর দেখে মনে হয়নি, এই কাজ একজনের পক্ষে করা সম্ভব। তাঁর আরও দাবি, CCTV নজরদারি এড়িয়েও ওই ঘটনাস্থলে পৌঁছনো সম্ভব।

পরিবার থেকে সুপ্রিম কোর্ট। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসকের পোস্টমর্টেম ঘিরে নানা প্রশ্ন সেই প্রথম দিন থেকেই উঠছে।এই পরিস্থিতিতে এবিপি আনন্দর হাতে এল, ময়নাতদন্তের আগের দুটো নথি! যেখানে দেখা যাচ্ছে, বিকেল ৪টের পর সেদিন ময়নাতদন্ত করার জন্য় পুলিশের বিশেষ অনুমতি চেয়েছিলেন এক ফরেন্সিক বিশেষজ্ঞ। তারপরই ময়নাতদন্ত করতে বিশেষ অনুমতি দিয়ে দেয় টালা থানা! মৃতদেহ উদ্ধারের অন্য়তম প্রত্য়ক্ষদর্শী, সারিফ হাসান এদিন প্রথমবার মুখ খুলেছেন এবিপি আনন্দে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram