RG Kar Case: এল স্বাস্থ্য সচিবের ই-মেল, দাবি পূরণ না হওয়ায় আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। ABP Ananda Live

Continues below advertisement

স্বাস্থ্যভবন অভিযানের মাঝেই আলোচনায় আহ্বান জানিয়ে এল স্বাস্থ্য সচিবের ই-মেল। দাবি পূরণ না হওয়ায়, আন্দোলনে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য়মন্ত্রী অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেছেন, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য।

এ যেন সরকার ভার্সেস আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কার্যত স্নায়ুর লড়াই। মঙ্গলবার বিকেল পাঁচটা পেরিয়ে গেলেও, কাজে যোগ দিলেন না কর্মবিরতিতে থাকা জুনিয়র ডাক্তাররা। পুলিশ কমিশনারের পদত্য়াগ, স্বাস্থ্য় সচিবের পদত্য়াগ, স্বাস্থ্য় পরিষেবা অধিকর্তার পদত্য়াগ, স্বাস্থ্য় শিক্ষা অধিকর্তার পদত্য়াগের মতো, একাধিক গুরুত্বপূর্ণ দাবিতে আন্দোলনে অনড় তাঁরা। স্বাস্থ্য়সচিব চিঠি দিয়ে নবান্নে আলোচনার জন্য় আহ্বান জানালেন, তখন স্বাস্থ্য় ভবনের বাইরে অবস্থানে বসে জুনিয়র ডাক্তাররা! মুখ্য়মন্ত্রী নবান্নে অপেক্ষারত। জুনিয়র ডাক্তাররা বুঝিয়ে দিলেন দাবি পূরণ হলে তবেই কাজে ফেরা।

স্বাস্থ্য় প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'আন্দোলনকারীরা বলেছিল সরকারের উচ্চ মহল থেকে আলোচনা করতে চাইলে তারা রাজি। স্বাস্থ্য় সচিব ইমেল করেছেন। মাননীয়া মুখ্য়মন্ত্রী অপেক্ষা করছিলেন। আন্দোলনরত চিকিৎসকদের থেকে কোনও খবর পাওয়া যায়নি। কোনও মেলের উত্তর আসেনি। ফলে মাননীয়া মুখ্য়মন্ত্রী সাড়ে সাতটা অবধি অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেছেন।'

আন্দোলনরত এক জুনিয়র চিকিৎসক বলেন, 'আমরা পদত্য়াগের দাবি করেছিলাম। হেলথ সেক্রেটারির তরফ থেকে এই মেলকে আমরা সদর্থক মনে করছি না। এর আগে আমরা লালবাজারে গিয়ে পদত্য়াগ চেয়েছিলাম। মুখ্য়মন্ত্রী বললেন পুজোর জন্য় নিচ্ছি না। যেভাবে যে ভাষায় হেলথ সেক্রেটারির মেল এসেছে তা অপমানজনক। যেভাবে বলা হল নট মোর দ্য়ান দশজন, তাকে আমরা অসম্মানজনক মনে করছি। এই মেলের কোনও উত্তর দেওয়ার দরকার নেই। কোনও উর্ধ্বতন কর্তৃপক্ষ ডাকলে আমরা যাব

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram