RG Kar Incident: আরজি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়

Continues below advertisement

আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে। 

আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর গ্রেফতারি চেয়ে ইডি-কে চিঠি বিজেপি সাংসদের। 'স্বাস্থ্য কেলেঙ্কারিতে সন্দীপ ঘোষের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্ত প্রয়োজন, বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার হয়েছে', খাদ্য ও শিক্ষা দুর্নীতির প্রসঙ্গ তুলে স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চেয়ে ইডিকে চিঠি জ্যোতির্ময় সিংহ মাহাতোর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram