Mamata Banerjee: 'প্রমাণ দেখাক, আমি টাকার কথা বলেছি', অভিযোগ নস্য়াৎ মুখ্য়মন্ত্রীর

Continues below advertisement

প্রমাণ দেখাক, আমি টাকার কথা বলেছি। আর জি কর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগ নস্য়াৎ করলেন মুখ্য়মন্ত্রী। বললেন, পুরোটাই কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। যদিও, নিহত চিকিৎসকের পরিবার আগে থেকেই দাবি করছেন, মুখ্য়মন্ত্রী তাদের আর্থিক সাহায্য়ের কথা বলেছিলেন। সেই একই অবস্থানে অনড় রয়েছেন তাঁরা। 

নিহত চিকিৎসকের পরিবারকে টাকার প্রস্তাব দেওয়ার প্রসঙ্গে সোমবার এই দাবি করলেন মুখ্য়মন্ত্রী। তাঁর দাবি, তিনি কখনওই টাকার কথা বলেননি। কিন্তু দেখে নেওয়া যাক এর আগে এ প্রসঙ্গে আগে কী বলেছিলেন তিনি ! মমতা বলেন, 'আমি এটাও বলেছিলাম, দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। যা টাকা লাগবে আমি দেব। একটা কমপেনসেশন, যারা বলছেন কমপেনসেশন দেওয়ার কথা, আমি বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। কিন্তু ওর মা যেটা আমার বলেছে, আমার পরিষ্কার করে বলা উচিত, যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলব।'

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram