RG Kar Case: 'চাপ দিয়ে ডেড বডি ডিসচার্জ সার্টিফিকেটে সই', বিস্ফোরক অভিযোগ নির্যাতিতার পরিবারের। ABP Ananda Live
'চাপ দিয়ে ডেড বডি ডিসচার্জ সার্টিফিকেটে সই করতে বাধ্য করা হয়', স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নিহত নির্যাতিতার পরিবারের। 'শ্মশানে যাওয়ার জন্য কোনও তাড়াহুড়ো করা হয়নি', পাল্টা দাবি পানিহাটি তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র।
রাত পেরিয়ে সকাল, স্বাস্থ্য ভবনের সামনে টানা অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করা, খুনের মোটিভ সামনে আনা, বিনীত গোয়েলের পদত্যাগ, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় তাঁরা। গিটার বাজিয়ে গান, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান, এই ভাবেই কেটেছে গোটা রাত। সকালেও স্বাস্থ্য ভবনের সামনে চলছে স্লোগান-শাউটিং। গতকাল নবান্ন থেকে মেল করে আলোচনায় বসার প্রস্তাব এসেছিল। মেলের ভাষা ‘অপমানজনক’ বলে দাবি করে, তা প্রস্তাব ফিরিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁরা আগেই জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত আন্দোলন চলবে।