RG Kar Case: 'ডিসচার্জ certificate-এ সই করতে বাধ্য করেন তৃণমূল কাউন্সিলর', তোপ নির্যাতিতার পরিবারের

Continues below advertisement

শ্মশানে যাওয়ার জন্য কোনও তাড়াহুড়ো করা হয়নি। দাবি করেছিলেন পানিহাটি তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে-র। সেই প্রসঙ্গে নির্যাতিতার পরিবার দাবি করেন চাপ দিয়ে ডেড বডির ডিসচার্জ certificate-এ সই করতে বাধ্য করেন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দে।

আন্দোলনের রাস্তা ছেড়ে, পুজো-উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। যার বিরুদ্ধে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। বোনের মর্মান্তিক মৃত্যু ভুলে তাঁরা উৎসবে ফিরবেন না। পরিষ্কার জানিয়ে দিলেন তাঁরা। মুখ্য়মন্ত্রীর মন্তব্য়ের সমালোচনায় সরব হয়েছেন টলিপাড়ার পরিচিত মুখরাও। 

স্বাস্থ্যভবন অভিযানের মাঝেই আলোচনায় আহ্বান জানিয়ে এল স্বাস্থ্য সচিবের ই-মেল। দাবি পূরণ না হওয়ায়, আন্দোলনে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য়মন্ত্রী অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেছেন, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram