RG Kar News: অসুস্থ হচ্ছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। চরম পদক্ষেপের হুঁশিয়ারি আইএমএ বেঙ্গলের

Continues below advertisement

ABP Ananda LIVE: অসুস্থ হচ্ছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। দ্রুত সমাধান না হলে চরম পদক্ষেপের হুঁশিয়ারি আইএমএ বেঙ্গলের। মুখ্যমন্ত্রীকে চিঠি ৬৯টি চিকিৎসক সংগঠনের ফেডারেশন ফেমারও।

অনশনরত অনিকেতের অবস্থা 'সঙ্কটজনক'। জানিয়েছেন চিকিৎসকরা।  লিভার ঠিকমতো কাজ করছে না বলে আশঙ্কা। সেই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে। আগে থেকেই রক্তচাপ সংক্রান্ত সমস্যা ছিল অনিকেতের। তার জেরেই বেড়েছে জটিলতা। সিসিইউতে ডাক্তারদের কড়া নজর অনিকেতের উপর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা। 

মহাষ্টমীর সন্ধেয় ধর্মতলার অনশন মঞ্চে মহা সমাবেশের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। এই সমাবেশে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। সমাবেশের পর বিভিন্ন জায়গায় বিলি করা হবে জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি-সম্বলিত লিফলেট।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram