RG Kar News: RG কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় CBI গ্রেফতার করল প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্য়াল কলেজে দুর্নীতির মামলায় সিবিআই গ্রেফতার করল প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষকে।পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তাঁর নিরাপত্তারক্ষী আফসর আলি খানকে। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য় সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে এই আফসর আলি খানকে আর জি কর মেডিক্য়ালের বর্তমান অধ্য়ক্ষকে হুমকি দিতে দেখা যায়। এছাড়া বিপ্লব সিংহ এবং সুমন হাজরা নামে আরও দু'জনকে গ্রেফতার করেছে সিবিআই।
পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, শুরু অবস্থান বিক্ষোভ। লালবাজারের অনেক আগেই মিছিল আটকাল পুলিশ। পাল্টা পুলিশকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনকারীরা। নিরস্ত্র ডাক্তারদের আটকাতে ব্যারিকেড পুলিশের। আসানসোলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, দিকে দিকে বিজেপির DM অফিস অভিযান। লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা I আরজি কর কাণ্ডে জেলায় জেলায় শাসকের দুয়ারে বিজেপির বিক্ষোভ । আর জি কর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপির। বর্ধমানে ধুন্ধুমার। কার্জন গেটের কাছে পুলিশের ব্যারিকেড ভাঙলেন বিজেপির নেতা-কর্মীরা। তুমুল ধস্তাধস্তি। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন-ধর্ষণের পর ২৪ দিন পার। এখনও কিনারা হয়নি সেই রহস্যের। এই প্রেক্ষাপটে আজ লালবাজার অভিযানের ডাক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ১৪ অগাস্ট রাতে আর জি কর মেডিক্যালে হামলার সময় কেন নিষ্ক্রিয় ছিল পুলিশ? প্রশ্ন তুুলে বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা।