Kolkata News: এবিপি আনন্দের অন্তর্তদন্তে বানতলায় বায়ো মেডিক্যাল বর্জ্য পুনর্ব্য়বহার চক্রের হদিশ!

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর মেডিক্য়ালের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়ো মেডিক্য়াল বর্জ্য় বেআইনিভাবে বিক্রির অভিযোগ তুলেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। এবার এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এল এমন এক গোডাউনের ছবি, যেখানে রমরমিয়ে চলছে বায়ো মেডিক্যাল বর্জ্য পুনর্ব্য়বহারের চক্র।

 

: টানা বর্ষণে প্লাবিত দক্ষিণবঙ্গের জেলা থেকে জেলা। আর এই বন্যার জেরে সবজি বাজারে আগুন লেগেছে। চাষের জমিতে হাঁটু সমান জল জমে গিয়েছে । এর ফলে অনেক জায়গাতেই মাঠের ফসল মাঠেই নষ্ট হয়ে গিয়েছে। ফলে পুজোর আগে মাথায় হাত চাষি ও সবজি ব্যবসায়ীদের। বাধ্য হয়েই চড়া দামে বিক্রি করতে হচ্ছে সবজি - ফল। হাওড়া পাইকারি সবজি বাজারে অধিকাংশ সবজির দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে । টান পড়েছে ক্রেতাদের পকেটে। জলের তলায় ঘাটালের একের পর এক এলাকা। রাস্তা যেনও নদী। বাঁধ উপচে ঢুকছে জল। প্লাবিত ঘর-বাড়ি থেকে স্কুল, দোকানপাট। কোথাও কোথাও এখনও দোতলা পর্যন্ত জল। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শহরে নেমেছে ডিঙি, নৌকা। পঞ্চায়েত এলাকার অবস্থা আরও শোচনীয়। জলবন্দি বহু মানুষ। এদিন প্রায় বুক সমান জলে দাঁড়িয়ে নিউজ কভার করলেন এবিপি আনন্দ- র রিপোর্টার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram