Doctors Protest: সাগর দত্ত হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতার পরিবারের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda:কার্যত চিকিৎসা না পেয়ে মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি, মৃত রঞ্জনা সাউয়ের মায়ের। সাগর দত্ত হাসপাতালের সুপার জানান রোগী হাসপাতালের গাফিলতিতে মারা জাননি রোগী যখনি ভর্তি হয়েছে তার যথাযোগ্য চিকিৎসা করেছিল।৫ দিনের জ্বরে আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় হাসপাতালে।রোগীর পরিজনদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মহিলার ডেঙ্গি হয়েছিল।
হাসপাতালে ভর্তি করে অনেক চেষ্টা করা হলেও মহিলাকে বাঁচানো যায়নি।আচমকা ২০-২৫জন ভিতরে ঢুকে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তার, নার্সদের শারীরিক নিগ্রহ করে, ভাঙচুর চালায়' 
দাবি সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।  ধুন্ধুমার পরিস্থিতি সাগর দত্ত হাসপাতালে 

আরওখবর: আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে ফের পথ দখলের ডাক। রাত দখল, ভোর দখল, মশাল মিছিলের পর ফের পথ দখলের ডাক। ১ অক্টোবর, মঙ্গলবার: বিকেল ৫টায় ৫৫টি সংগঠনের মিছিল। ২ অক্টোবর, মহালয়ার দিন, দুপুর ১টায় মহামিছিলের ডাক। 

আরওখবর:বন্যাদুর্গতদের ত্রাণ বিলি নিয়ে পাঁশকুড়ায় ধুন্ধুমার। তৃণমূলের উপপ্রধানের সঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্যের হাতাহাতি। ত্রিপল লুকিয়ে রাখার অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে। পাল্টা বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ। 

আরওখবর:আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের পুজো-অনুদান নেবে না বলে ঘোষণা করল হুগলির বৈদ্যবাটির আরও একটি পুজো কমিটি। সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পর এবার বৈদ্যবাটি বারোয়ারি দুর্গোৎসব সম্মিলনী। পুজোর বয়স ৮৮ বছর। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা অনুদান নেবে না বলে জানিয়ে শ্রীরামপুরের মহকুমা শাসক ও শ্রীরামপুর থানায় চিঠি দিয়েছে পুজো কমিটি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram