Sagar Dutta Medical: নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারের স্পেশাল ব্রাঞ্চ

Continues below advertisement

ABP Ananda LIVE: RG কর আবহেই শুক্রবার সাগরদত্ত মেডিক্যাল কলেজে ওয়ার্ডে ঢুকে চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনা ঘটে। এরপর ৪দিন পেরিয়ে গিয়েছে। নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। এই প্রেক্ষাপটে আজ সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারের স্পেশাল ব্রাঞ্চ।

বিচারের দাবিতে ৫৪ দিন, ডাক্তারদের ডাকে ফের মহামিছিল । কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন-মহাসমাবেশের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে কাল ফের মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। মহালয়ায় মহামিছিলের ডাক জুনিয়র ডাক্তারদের। ফের ১০ দফা দাবি জানিয়ে পূর্ণ কর্মবিরতির ঘোষণা জুনিয়র ডাক্তারদের। দ্রুত স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার ন্যায়বিচার সুনিশ্চিত করা, স্বাস্থ্যসচিবকে অবিলম্বে তাঁর পদ থেকে অপসারণ করার পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নেওয়ার দাবি জানিয়ে প্রেজ রিলিজে উল্লেখ জুনিয়র ডাক্তারদের। অন্য়দিকে, রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিক্য়াল কলেজে কেন্দ্রীয় রেফারাল ব্যবস্থা, ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর চালু করার দাবি জানালেন তাঁরা। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে, হাসপাতালগুলিতে সিসিটিভি ক্য়ামেরা, অন কল রুম, বাথরুমের সঙ্গে হেল্পলাইন নম্বর, প্যানিক বোতামের ব্যবস্থা করার দাবি জুনিয়র ডাক্তারদের। এছাড়াও, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়ানো, সিভিক ভলান্টিয়ারের বদলে স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশকর্মী নিয়োগ করার দাবি তোলা হয়েছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের তরফে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram