RG Kar News: আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাতদখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রী চন্দ্রনাথের।

Continues below advertisement

ABP Ananda LIVE: উদয়ন, লাভলী, কাঞ্চন, পরেশরাম, অতীশের পরে এবার চন্দ্রনাথ! আর জি কর কাণ্ডের প্রতিবাদীদের এবার হুঁশিয়ারি কারামন্ত্রীর! বিচার চেয়ে রাত দখলের আন্দোলনকারীদের হুঁশিয়ারি কারামন্ত্রীর । 'রাত দখলের নামে বাম-বিজেপির পতাকা নিয়ে মাতালদের তাণ্ডব'। 'আন্দোলনের নাম করে গুন্ডামি ক্ষমা করবে না বাংলার মানুষ'। মুরারইয়ের জনসভায় আন্দোলনকারীদের নিশানা চন্দ্রনাথ সিন্হার।

তৃণমূলে ফের দেব বনাম কুণাল ঘোষ।এবার ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন ঘিরে সংঘাত। '৬ মাস আগে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা ডায়ালিসিস ইউনিটের আবার উদ্বোধন করেছেন দেব'। 'ফলকে উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নামের বদলে দেবের নাম'। 'মুখ্যমন্ত্রীর নাম পাঠানো হয় অনুপ্রেরণায়'। 'সুপারস্টার বলেই এত বেনজির সাহসী কাণ্ড করা যায়'। 'শুধু রিলের নয়, রিয়েল হিরো'। দেবকে কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। আর জি কর কাণ্ডের আবহে পাল্টা কুণাল ঘোষকে পরামর্শ দিয়েছেন দেব। 'দিদিকে ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ও সিটি স্ক্যান মেশিনের জন্য অনুরোধ করেছিলাম'। 'দিদি মার্চ মাসে ভার্চুয়ালি ঘোষণা করেন'। 'এক সপ্তাহ আগে মেশিনগুলো আসে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে উদ্বোধন করি'। 'যাতে সাধারণ মানুষ পরিষেবার ব্যাপারে জানতে পারেন'। 'এর ফলে মুখ্যমন্ত্রী, সাংসদ, সুপারস্টার বা মুখপাত্র নয়, উপকৃত হবে সাধারণ মানুষ'। 'আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে তথ্য যাচাই না করে মন্তব্য না করাই ভাল'। কুণাল ঘোষকে জবাব ঘাটালের তৃণমূল সাংসদ দেবের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram