RG KarNews:'অভীক,বিরূপাক্ষকে কোনও নিয়ম আইন মেনে বহিষ্কার করা হয়নি',বললেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

ABP Ananda Live: 'আমরা দেখলাম মেডিক্যাল কাউন্সিলের কোনও সদস্য নেই ওখানে। রেজিস্টার ছিলেন, তাঁকে আমরা জিজ্ঞেস করেছিলাম মিটিং কি হয়েছে? তিনি জানান মিটিং হয়েছে। উনি আরও বললেন মিটিং ১টায় ডাকা হলেও সকাল ১০টায় হয়েছে। তাঁদের যেভাবে বহিষ্কার করা হয়েছে তা কোনও নিয়ম আইন মেনে করা হয়নি। আবার যেকোনও মুহূর্তের ফিরে আসার অপেক্ষা', বললেন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। 

আর জি কর মেডিক্যালে দুর্নীতি মামলায় ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত, সশরীরে হাজিরার নির্দেশ।

'আর জি করকাণ্ডে দ্বিতীয়বারের জন্য CFSL করতে ৫টি DVR ও ৫টি হার্ড ডিস্ক পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে। রিপোর্ট খতিয়ে দেখা চলছে', আদালতে জানাল সিবিআই। 'CFSL রিপোর্টে তথ্য নষ্ট হয়েছে কিনা জানানো হয়নি। DVR থেকে কিছু DELETE করলে EXTRACTION করা যায়। দুর্নীতি মামলায় চার্জশিট দিলেও মামলা নিয়ে কিছু জানায়নি সিবিআই', আদালতে সওয়াল সন্দীপ ঘোষের আইনজীবীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram