RG Kar News:আর জি কর মেডিক্যালের আর্থিক দুর্নীতি নিয়ে কী বললেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি?
ABP Ananda LIVE: 'আমি প্রথমে ২০২২ সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করি। ছাত্রদের ওপর যে অত্যাচার করছিলেন উনি, ছাত্রদের ফেল করানো, পয়সা দিয়ে ছাত্রদেরকে অনার্স দেওয়া। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তর দিয়ে দেওয়া। এই অন্যায়গুলো আমি সহ্য করতে পারিনি। তখন আমি লিখিতভাবে অভিযোগ করিনি কিন্তু প্রত্যেক জায়গায় আমি বলেছিলাম। তখন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর ওঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ জোগাড় করি, আমায় অনেকেই এবিষয়ে সাহায্য করেছিল', বললেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।
রবিবার সাতসকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই। সোয়া একঘণ্টা পর দরজা খুললেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ। দীর্ঘ অপেক্ষার পর বাড়িতে ঢুকলেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের এই দলে রয়েছেন মহিলা আধিকারিকও। নিরাপত্তার খাতিরে এলাকা ঘিরে রেখেছে CISF। সন্দীপ ঘোষের বাড়ির বাইরে আগে থেকেই মোতায়েন রয়েছে কলকাতা পুলিশের একটি দল সিবিআই আধিকারিকরা বেশ কয়েকবার কলিংবেল বাজালেও বাড়ি থেকে সাড়া দেননি কেউ। সন্দীপ ঘোষের নাম ধরেও বেশ কয়েকবার ডাকা হয় ফোনও করা হয় আর জি কর মোডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে। এরপর বেলেঘাটা থানায় যান দুই সিবিআই আধিকারিক। তার কিছুক্ষণের মধ্যেই দরজা খোলেন সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্যালে পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ছাড়াও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সিবিআই। আর্থিক অনিয়ম-মামলায় প্রথম FIR-ও দায়ের করে তারা। গতকাল সন্দীপ ঘোষকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে গত ৯ দিনে ১০০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে।