RG Kar News: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে নাট্য মেলার সরকারি অনুদান প্রত্যাখ্যান করল মালদার নাট্যদল
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের প্রতিবাদ। এবার নাট্য মেলার সরকারি অনুদান প্রত্যাখ্যান করল মালদার নাট্যদল। রাজ্য সরকারের ভূমিকায় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্থগিত রাখা হয়েছে নাট্যমেলা।
আরজি কর-কাণ্ডের প্রতিবাদে, দুর্গাপুজোর জন্য রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকার অনুদান নিতে অস্বীকার করেছে কলকাতা ও জেলার বেশ কয়েকটি পুজো সংগঠন। এ বার সেই রাস্তায় পা বাড়াল মালদার একটি নাট্যদল।‘মালদহ সমবেত প্রয়াস’ নাট্যদল সূত্রে খবর, আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর মালদায় নাট্যমেলার আয়োজন করা হয়।তার জন্য আবেদনের ভিত্তিতেই নাট্য অ্যাকাডেমির কাছ থেকে ৫০ হাজার টাকা অনুদান পেয়েছিলেন তাঁরা। কিন্তু রাজ্যের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে সেই টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পুজো আসছে। বছর ঘুরে ঘরে আসছে উমা। এই আবহে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে দিকে দিকে উঠেছে প্রতিবাদের ঝড়।