RG Kar Protest: একবেলা অরন্ধনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, তাতে সামিল হয়েছে নাগরিক সমাজ

Continues below advertisement

ABP Ananda Live: ৮দিনে আমরণ অনশন। ৩জন অসুস্থ, সামিল আরও ২ জুনিয়র ডাক্তার। আজ একবেলা অরন্ধনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই আহ্বানে সাড়া দিয়ে আজ অররন্ধন করছেন সাধারণ মানুষ।

আর জি কর-কাণ্ডের (RG Kar Protest) প্রতিবাদে, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে, সোমবার সকাল ছটা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছেন একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। ধর্মতলায় অনশন আন্দোলনের নবম দিন অনশনরত ডাক্তারি পড়ুয়াদের স্বাস্থ্য়ের ক্রমশ অবনতি হচ্ছে। অনিকেত মাহাতোর পর,  গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, আন্দোলনের অন্যতম দুই মুখ অনুষ্টুপ মুখোপাধ্য়ায় এবং পুল্যস্ত আচার্য। কিন্তু, তাতে এতটুকুও কমেনি আন্দোলনের ঝাঁঝ। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে এবং, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে, নতুন করে প্রতীকী আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতাল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram