RG Kar: 'যদি সত্যিই প্রমাণ চান তাহলে আসুন RG কর মেডিক্যালে', কল্যাণের মন্তব্যের পাল্টা জবাব কিঞ্জলের

ABP Ananda Live: 'উনি যদি সত্যিই প্রমাণ চান তাহলে আসুন আর জি কর মেডিক্যালে। যাঁদের সঙ্গে এই ঘটনা হয়েছে তাঁদের সঙ্গে কথা বলুন, তাহলেই বুঝতে পারবে কী প্রমাণ। আমাদের আন্দোলন কারও হাতে পড়েনি, আমাদের আন্দোলন যেভাবে শুরু হযেছিল সেই জায়গাতেই আছে। ন্যায়বিচারের যে আন্দোলন একমাত্র WBJDF নিয়ে রাখেনি। WBJDF নিজেদের মতো করে আন্দোলন করেছে বিচারের দাবিতে এবং আন্দোলন করে যাবে যতক্ষণ ন্যায়বিচার পাবে। যাঁরা বলছেন আন্দোলন শেষ হয়ে গেল, তাঁরাও আন্দোলন করুক আমরাও চাই', বললেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ।

 পরীক্ষার্থীদের হাজারো পরিশ্রম কি গেল জলে ? স্নাতক পেরিয়ে স্নাতকোত্তর। কেরিয়ার গঠনের খুব কাছাকাছি পৌঁছে বড় ধাক্কা ! স্নাতকোত্তর পর্যায়ের বহু ছাত্র ছাত্রীর পরীক্ষার খাতা নিখোঁজ ।  উধাও হয়ে গেল শতাধিক উত্তরপত্র । মাথায় হাত পরীক্ষার্থীদের। সূত্রের খবর, হারিয়ে গিয়েছে ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র। বেশিরভাগ ক্ষেত্রে আপলোডই করা হয়নি নম্বর। 

এমন ঘটনায় কলেজ গুলিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ  দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের কড়া বার্তা , 'গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি'।      

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola